মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ০১:৩১:০০

চলে গেলেন বাংলা টেলিভিশনের প্রবীণ পরিচালক রবি

চলে গেলেন বাংলা টেলিভিশনের প্রবীণ পরিচালক রবি

বিনোদন ডেস্ক : বহুদিন ধরে অসুস্থ থাকার পরে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা তথা জাতীয় টেলিভিশন জগতের অন্যতম প্রধান পরিচালক রবি ওঝা।

মিলেনিয়ামের ঠিক পরেই বাংলা টেলিভিশন-বিনোদন জগত যখন ক্রমশ আরও গ্ল্যামারাস হয়ে উঠছে, তখনই বাংলার দর্শকের কাছে একের পর এক মনোগ্রাহী ডেইলি সোপ উপহার দিয়েছিলেন পরিচালক-প্রযোজক রবি ওঝা। সেই সময় হিন্দি টেলিভিশন জগতে ঘটছে একতা কপূরের ‘বালাজি টেলিফিল্মস’-এর উত্থান। সারা দেশের মানুষের কাছেই তখন প্রাইম টাইম মানেই স্টার প্লাস। কিন্তু সন্ধে সাতটা থেকে রাত ন’টা বাংলার দর্শক কিন্তু তখন আটকে থেকেছেন রবি ওঝার জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’ বা ‘এক আকাশের নীচে’-তে।

বাংলা টেলিভিশনের অন্যতম প্রধান পথিকৃৎ বলে মনে করা হয় তাঁকে। একাধিক ছবিও পরিচালনা করেছেন। একটা সময় পরে তিনি শুধুই বাংলায় আটকে থাকেননি। স্টার প্লাস-এর অত্যন্ত জনপ্রিয় হয় তাঁর ধারাবাহিক ‘সসুরাল গেন্দা ফুল’। ‘মানালি’, ‘শাশ্বত চট্টোপাধ্যায়’, ‘রুদ্রনীল ঘোষ’, ‘দেবলীনা দত্ত’, ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’, ‘কমলিকা বন্দ্যোপাধ্যায়’, ‘রজতাভ দত্ত’— বাংলার বহু অভিনেতা-অভিনেত্রীদের কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

সম্প্রতি তিনি অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। আজ সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্পূর্ণ ভিন্ন ভাষার ও সংস্কৃতির মানুষ হলেও বাংলাই হয়ে উঠেছিল তাঁর নিজের ঘর। বাঙালির সুখ-দুঃখ-পারিবারিক ওঠাপড়াকে তিনি যতটা যত্নের সঙ্গে তুলে ধরতেন তা বাংলার দর্শক ও বিনোদন জগতের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। -এবেলা।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে