মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬, ০৬:৪৩:৫৩

নায়ক বাপ্পীর কণ্ঠ পরিবর্তন করার কারণে পরিচালকের বিরুদ্ধে মামলা

নায়ক বাপ্পীর কণ্ঠ পরিবর্তন করার কারণে পরিচালকের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: ‘আমি তোমার হতে চাই’ ছবিতে অভিনয় করেছেন নায়ক বাপ্পী নিজেই। তারপরও ছবির ডাবিংয়ে বাপ্পীর কণ্ঠ পরিবর্তন করে অন্য আরেক জনের কণ্ঠ ব্যবহার করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

এ কারণে পরিচালক অনন্য মামুন এবং প্রযোজক লাইভ টেকনোলজির ইয়াসির আরাফাতের বিরুদ্ধে মামলা করেছেন নায়ক বাপ্পী। ঢাকার সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালতে দায়ের করা হয় মামলা। যার নম্বর নং-৪০৫/২০১৬।

এ প্রসঙ্গে বাপ্পী বলেন, পরিচালক চুক্তির শর্ত ভঙ্গ করে তার ডাবিং অন্যকে দিয়ে করিয়েছেন। এতে তার ক্যারিয়ারের ক্ষতি হবে বলে উল্লেখ করা হয়েছে। এজন্য ছবিটি যাতে মুক্তি না দিতে পারে অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞার পূর্বে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন।

উল্লেখ্য, 'আমি তোমার হতে চাই’ ছবিতে বাপ্পী সাহার বিপরীতে আছেন মিম চেীধুরী। কিছুদিন আগে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। ঘোষণা ছিল, আগামী মাসে ছবিটি মুক্তি দেয়া হবে।
১৫ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে