শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ০৯:১০:৩১

এই ছোট্ট মেয়েটি এখন বিখ্যাত নায়িকা, কে ইনি?

এই ছোট্ট মেয়েটি এখন বিখ্যাত নায়িকা, কে ইনি?

বিনোদন ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করার পরই তিনি পরিচিতি পেয়েছেন। কিন্তু তার আগেও মরাঠি, তেলুগু এবং মালায়লম ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা। তবে শিশু চরিত্রেও তাঁকে মনে রাখবে ইন্ডাস্ট্রি।

‘মাসুম’-এর সেই ছোট্ট মেয়েটি মনে আছে? মিষ্টি হাসি দিয়ে সে এক সময় মন কেড়েছিল সকলের। বড় হওয়ার পরও তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন দর্শক। বলুন তো ইনি কে?

ঠিকই ধরেছেন ইনি ঊর্মিলা মাতন্ডকর। ছোটবেলার সঙ্গে তাঁর মুখের মিল রয়েছে যথেষ্ট। তাই তাঁকে চিনে নেওয়া সহজ। ১৯৯৫-এ মুক্তিপ্রাপ্ত ‘রঙ্গিলা’ দিয়ে প্রথম লাইমলাইটে আসেন নায়িকা। এরপর ‘জুদাই’, ‘সত্য’, ‘তেহজিব’, ‘বাস এক পল’ একের পর এক হিট ছবি ইন্ডাস্ট্রিকে দিয়েছেন তিনি।

তবে কয়েক বছর হল কাজ কমিয়ে দিয়েছেন। সম্প্রতি বিয়েও করেছেন নায়িকা। জমাটি স্ক্রিপ্ট পেলে ফের কামব্যাক করবেন তিনি।-আনন্দবাজার
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে