বিনোদন ডেস্ক: অন্যান্য শোবিজ তারকাদের চেয়ে একটু অন্যরকম। সেলিব্রেটি হলেও সাধারণ সহশিল্পী, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের খোঁজখবর নিতে পছন্দ করেন। বাংলা চলচ্চিত্রের এ মানবিক অভিনেত্রীর নাম পরীমনি।
২৪ অক্টোবর ছিল অভিনেত্রী পরীমনির জন্মদিন। জন্মদিনটাও সাদামাটাভাবেই কাটান পরী। ওইদিন সকালে চলে গিয়েছিলেন টঙ্গিতে। সেখানে আইএচএফ নামের স্কুলে ভাগ্যবঞ্চিত শিশুদের সাথে নিজের জন্মদিন পালন করেন।
তবে নতুন খবর হলো, ২৪ অক্টোবরে শিশুদের সঙ্গে জন্মদিন পালনের একটি ছোট ভিডিও এবার ইউটিউবে প্রকাশ পেয়েছে।
পরীমনির নিজের নামে করা ইউটিউব চ্যানেল থেকে গতকাল ১৬ নভেম্বর ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন জনপ্রিয় এ নায়িকা। ভিডিওটির শিরোনাম দেয়া হয়েছে ‘পরীমনি বার্থডে সেলিবারেশন’।
৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস