বিনোদন ডেস্ক : এখন ডিয়ার জিন্দেগি নিয়ে এখন থেকেই উৎসাহের শেষ নেই। ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। শাহরুখ ও আলিয়া সম্পর্কে এর মধ্যেই নানা রকমের গল্প চালু হয়েছে বাজারে।
সেটে কেমন কাজ করতেন, অভ্যাস, বদভ্যাস, কফি উইথ করণে উপস্থিত হয়ে এসব নিয়ে খোলামেলা কথা বলেছিলেন দু’জনেই।
এবার আরেকটি সাক্ষাৎকারে আলিয়া ভাট জানালেন, শুটিং চলাকালীন নাকি বড্ড না খেয়ে থাকার অভ্যাস ছিল শাহরুখের। আলিয়া বললেন, সুযোগ পেলেই ব্ল্যাক কফি খেতেন শাহরুখ খান। পেট ভরা আহার বলতে যা বোঝায়, তা করতেন না। তাই পেটের জ্বালা মেটাতে সেটে স্ন্যাক্স, চিপস বিস্কুটের দেদার জোগান লাগত।
আলিয়া এটাও বললেন, ‘অনেক সময়েই হত, বড় বড় দৃশ্য, গাদা গাদা সংলাপ। শুটিংয়ের সময় কেউ কথা বলত না, সবাই চুপচাপ। কথার মাঝে মাঝেই শাহরুখের পেট থেকে ছুঁচো ডাকার শব্দ শুনতে পেতাম। মানুষ অনেকক্ষণ না খেয়ে থাকলে পেটে যে শব্দ হয়, সেটাই হত’।
শাহরুখের ভাল খারাপ অভ্যাস নিয়ে কথা বলতে গিয়ে আলিয়া এটাও জানিয়ে গেলেন, এই না খাওয়াটাই যা খারাপ অভ্যাস শাহরুখের। বাকিটা তো সবই ভাল।‘আর উনি একজন লোক, আর আমি কত ছোট ওর থেকে। ভাল খারাপ আমি বুঝি নাকি’! আজকাল
১৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি