শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৩:০২:০৫

আমি সাবান-শ্যাম্পু ব্যবহার করি না, বললেন শাহরুখ খান

আমি সাবান-শ্যাম্পু ব্যবহার করি না, বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউড কিং শাহরুখ খান কখনই সাবান বা শ্যাম্পু ব্যবহার করেন না! চমকে উঠলেন! ভাবছেন, গ্ল্যামার দুনিয়ার বাদশা হয়ে এটা কী করে সম্ভব!

খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘ডিয়ার জিন্দেগি’।  ছবির প্রচারে ব্যস্ত দু’ জন।

সম্প্রতি একটি টক শো-এ শাহরুখ এ কথা নিজেই জানিয়েছেন। শো-এ শাহরুখ বলেন, ‘সিনেমার পরে আমি প্রায় ঘণ্টা দু’য়েক ধরে স্নান করি। শাওয়ারের নীচে দু’ঘন্টা দাঁড়িয়ে থাকি। আমি সাবান পর্যন্ত মাখি না।’

এ কথা শুনেই চমকে প্রায় লাফিয়ে ওঠেন তার সঙ্গে টকশো এ আসা আলিয়া ভাট। নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না আলিয়া! অবাক হয়ে বাদশার কাছ থেকে জানতে চান, ‘তুমি সাবান ব্যবহারই কর না?’ একটুও দেরি না করে শাহরুখ বলেন, ‘আমি সাবান বা শ্যাম্পু ব্যবহারই করি না।’ এ কথা শুনে বেশ অবাক হন করণ জোহরও!

এবার বুঝলেন তো, ‘স্বদেশ’ ছবিতে যতোই তিনি সাবান মেখে স্নান করার দৃশ্যে শুট করুন বা সাবানের বিজ্ঞাপনে যতোই তাকে বাথ টবে গায়ে সাবান ঘষতে দেখা যাক না কেন আদতে সাবান বা শ্যাম্পু ব্যবহারই করেন না বলিউড বাদশা। - আনন্দবাজার
১৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে