শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৩:২৩:৪৪

'ভালোবাসার শহর' ছবিটি নিয়ে যা বললেন জয়া

'ভালোবাসার শহর' ছবিটি নিয়ে যা বললেন জয়া

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যতিক্রমী নানা চরিত্রে অভিনয় করে প্রতিভার বহুমুখিতার ছাপ রেখেছেন; জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে।  

সম্প্রতি ঢাকা লিট ফেস্টে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ভালোবাসার শহর' প্রদর্শিত হয়।  'ভালোবাসার শহর' ছবিটি নিয়ে জয়া আহসান বললেন, এটি ভারতের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।  ইন্দনীল রায় চৌধুরী পরিচালিত এ ছবির পুরো নাম 'ভালোবাসার শহর :দ্য সিটি অব লাভ'।  

এতে আমি ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অরুণ মুখোপাধ্যায় ও ঋতি্বক চক্রবর্তী। মূলত সাধারণ মানুষের মানবিক জীবনের ছবি এটি। এখানে চারপাশের মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে।

ব্যক্তিগতভাবে এ কাজটি করে একজন অভিনেত্রী হিসেবে আমি তৃপ্ত। ছবিটি মুক্তির পর দর্শকরাও বেশ পছন্দ করেছেন। এবার লিট ফেস্টে যারা ছবিটি দেখেছেন তারা সবাই বেশ প্রশংসা করেছেন
১৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে