শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৫:১০:১৯

বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ খান

বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক : অ্যাক্সিডেন্ট তো আর স্থান কাল পাত্র মানে না। শাহরুখ খানের জীবনে বিপদ এল সিনেমার শুটিংয়ের সময়। গোয়ায় ‘ডিয়ার জিন্দেগি’র শুটিং চলাকালীন সময়ে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন বলিউড বাদশা।

শুটিংয়ে চলাকালীন সাইকেল চালিয়ে শট দিচ্ছিলেন আলিয়া-শাহরুখ। সরু গলিতে বড় বড় ক্যামেরা নিয়ে শুটিং করতে এমনিতেই সমস্যা হচ্ছিল। হঠাতই একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে। তারপর শাহরুখ-আলিয়ার সাইকেলের পিছন পিছন জোরে চলতে শুরু করে। কোনও মতে টেম্পোটিকে পাশ দিয়ে দাঁড়িয়ে যায় শাহরুখদের সাইকেল। কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে যায় টেম্পোও। তবে এ ঘটনায় কেউই আহত হননি।

‘ডিয়ার জিন্দেগি’র প্রোডাকশনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বললেন, ‘যখনই টেম্পো ব্রেক কষেছে, পরিচালক গৌরি শিন্ডে প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন তার ওপর। অভিনেতারা ঠিক আছেন কিনা সেটাই সকলে দেখতে চাইছিলেন। শাহরুখরা অবশ্য হাসতে হাসতেই বেরিয়ে আসেন। ওই শটটা আরও একবার দিতেও চেয়েছিলেন। কিন্তু গৌরী আর কোনও ঝুঁকি নিতে চাননি।’ -আনন্দবাজার

১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে