শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৫:৫৬:০৫

এই প্রথমই এক সঙ্গে দেখা দেবেন শাহিদ–মীরা

এই প্রথমই এক সঙ্গে দেখা দেবেন শাহিদ–মীরা

বিনোদন ডেস্ক: ‘‌কফি উইথ করণ–৫’‌–এ দেখা যাবে শাহিদ কাপুরকে। তবে কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে নয়, স্ত্রী মীরা রাজপুতকে সঙ্গে নিয়ে পরিচালক করণ জোহরের সঙ্গে কফির আড্ডায় বসবেন তিনি।

ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ সঞ্জয় লীলা বনশালির ‘‌পদ্মাবতী’‌ ছবির কাজ শেষ করবেন শাহিদ। কিছুদিন অবসরে কাটানোর কথা ভাবছিলেন। কিন্তু করণের অনুষ্ঠানে হাজির হওয়ার প্রস্তাব আসায় এক কথায় রাজি হয়ে গিয়েছেন তিনি। এই প্রথম কোনও অনুষ্ঠানে এক সঙ্গে দেখা দেবেন শাহিদ–মীরাকে। কিছুদিন আগেই কন্যা সন্তানের বাবা হয়েছেন শাহিদ। তবে ছোট্ট মিশাকে বাড়িতে রেখেই যাবেন তাঁরা।

উল্লেখ্য, এর আগে তিনবার করণ জোহরের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহিদ। তার মধ্যে দু’‌বার প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। শেষবার ‘‌আর রাজকুমার’‌ ছবির নায়িকা সোনাক্ষী সিনহার সঙ্গে গিয়েছিলেন।-আজকাল
১৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে