বিনোদন ডেস্ক: শেষ পর্যন্ত বিচ্ছেদের মামলাই করলেন আরবাজ খান এবং মালাইকা আরোরা। এর কয়েক দিন আগে মুম্বাইয়ের এক পারিবারিক আদালতে দেখা গেছিল তাঁদের। তার পরেই এক সংবাদ মাধ্যম এ খবরটি ফাঁস করে।
পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই নাকি বিচ্ছেদের মামলা করেছেন তাঁরা। এ রকম যে হতে পারে, সেই কানাঘুষো মার্চেই শোনা গিয়েছিল। তার পর আরবাজ নিজেই স্বীকার করেন বিষয়টি।
আরবাজ জানান, আপাতত কয়েকদিন আলাদা থাকছেন। সেটা যে পাকাপাকিভাবে হয়ে যাবে, তিনি নিজেও ভাবেননি।
তবে আলাদা থাকলেও উৎসব, অনুষ্ঠানে গোটা খান পরিবারের সঙ্গেই গ্যালাক্সি'তে এসেছেন মালাইকা। ঈদের অনুষ্ঠানের সেই ছবি জনপ্রিয় হয় সোশাল সাইটে। এক সঙ্গে ছেলে আরহানের জন্মদিনও পালন করেন।
সূত্র: আজকাল
১৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর