বিনোদন ডেস্ক: করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর পর কি ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর কাপুরকে? বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর খবর, রাশিয়ান প্রযোজক অ্যালেক্সি পেত্রুহাইনের 'VIY: জার্নি টু ইন্ডিয়া'য় এই দুই নায়ককে আবার জুটি বাঁধত দেখা যাবে।
সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে খবর, তাঁর ছবিতে কাজ করার জন্য ইতিমধ্যেই শাহরুখ ও রণবীরকে প্রস্তাব দিয়েছেন অ্যালেক্সি। শাহরুখকে এই ছবিতে লিড রোলে চাইছেন অ্যালেক্সি। জানা গিয়েছে, শুধু অভিনয়ই নয়, এসআরকে-কে এই ছবিটির কো-প্রোডিউসার হওয়ার প্রস্তাবও তিনি দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত শাহরুখের সম্মতি মেলেনি।
একই সঙ্গে রণবীর কাপুরকেও এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যালেক্সির কথায়, আমরা বলিউডের এই দুই অভিনেতাকে একসঙ্গে চাইছি।
রাশিয়ান এই প্রযোজক জানিয়েছেন, 'VIY: জার্নি টু ইন্ডিয়া' একটি মিস্টিক অ্যাডভেঞ্চার থ্রিলার। VIY আসলে ট্রিলজি। VIY-এর প্রথম পর্ব রাশিয়ায় রিলিজের প্রথম সপ্তাহেই বক্সঅফিসে রেকর্ড করেছিল। পরের ছবি 'VIY-2: জার্নি টু চায়না'য় ছিলেন জ্যাকি চ্যান ও আর্নল্ড শোয়ার্জেনেগার। VIY ট্রিলজির চূড়ান্ত পর্ব 'জার্নি টু ইন্ডিয়া'র চিত্রনাট্যে ভারত ও রাশিয়াকে একসঙ্গে ধরা হয়েছে।
জানা গিয়েছে, এটি বিগ বাজেটের ছবি। বাজেট ধরা হয়েছে ৪ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭২ কোটি ৬৪ লক্ষ টাকা। গোটা বিশ্বে একসঙ্গে ছবিটি রিলিজ করবে।-এই সময়
১৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস