শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৫৬:০৪

নয়ের দশকের এই নায়িকাকে চিনতে পারছেন?

নয়ের দশকের এই নায়িকাকে চিনতে পারছেন?

বিনোদন ডেস্ক : চিনতে পারছেন একে? নয়ের দশকের এই বলিউডি নায়িকা সম্প্রতি মুম্বাইয়ে এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে হাজির ছিলেন। ইনি কে বলুন তো? আপনার জন্য প্রথম ক্লু, বছর তিনেক আগে টেলিভিশন ডেবিউ করেছেন ইনি। পারলেন না?

দ্বিতীয় ক্লু, এর বোনও বলি নায়িকা। তিনি তেলুগু সুপারস্টার মহেশ বাবুর স্ত্রী। না, তাও হল না?

এ বার তা হলে সত্যিটা বলে দেওয়া যাক। ইনি শিল্পা শিরোদকর। বলি নায়িকা নম্রতা শিরোদকরের দিদি। শিল্পা নিজেও এক সময় চুটিয়ে অভিনয় করেছেন।

১৯৮৯-এ কেরিয়ার শুরু করেছিলেন শিল্পা। 'ভ্রষ্টাচার' ছবিতে রজনীকান্ত এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

এ ছাড়া 'কিষণ কানহাইয়া', 'দিল হি তো হ্যায়', 'খুদা গাওয়া'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তার শেষ বলি ছবি ২০১০-এ 'বারুদ'। তিন বছর আগে 'এক মুঠি আসমান' দিয়ে টেলিভিশন কেরিয়ারে ডেবিউ করেছিলেন।

আপাতত 'সিলসিলা প্যায়ার কা' সিরিয়ালে অভিনয় করছেন শিল্পা। কিন্তু তার চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। ফলে ন'য়ের দশকে সিলভার স্ক্রিনে দেখা শিল্পাকে চিনতে পারেননি অনেকেই। আনন্দবাজার

১৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে