রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ১০:১২:০৩

পুলিশ থেকে গায়িকা হলেন সাফিয়া

পুলিশ থেকে গায়িকা হলেন সাফিয়া

বিনোদন ডেস্ক: পুলিশের উপ পরিদর্শক হিসেবেই সহকর্মীরা চেনেন ইথিকে। কিন্তু এর বাইরে ইথির অনন্য গুণ তাঁকে আলাদাভাবে উপস্থাপন করেছে। পুলিশ সদস্যদের সংস্কৃতি অঙ্গনে বিচরণ নতুন কিছু নয়। ডিএ তায়েব একজন পুলিশ কর্মকর্তারা হলেও তাকে দেশের মানুষ চেনে অভিনেতা হিসেবে।  এবার ইথিও নিজেকে চেনালেন শুধু তিনি একজন দায়িত্ব পরায়ণ পুলিশ সদস্যই নন। কণ্ঠের যাদুতেও মুগ্ধ করতে পারেন শ্রোতাদের।

সম্প্রতি গহীন বনে শিরোনামে ইথির একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।  তবে এর আগে তিনটি মিশ্র অ্যালবামে গান করার সুযোগ পেয়েছেন। যদিও সঠিক প্রচারণার অভাবে সেগুলো শ্রোতাদের কাছে সেভাবে পৌঁছাতে পারেনি।   

পুরো নাম সাফিয়া আফরোজ ইথি। কর্মরত আছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। পুলিশি কর্তব্যের পাশাপাশি গান নিয়েও এগিয়ে যেতেন। দেখেন অনেক স্বপ্ন। সম্প্রতি রাজীব হোসাইনের কথা-সুর-সংগীতে ‌‘গহীন বনে’ বনে নামের  লোক ধাঁচের গান করেছেন।  ইতোমধ্যে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ভিডিওটি। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

শিল্পকলা একাডেমি থেকে বহু আগেই নিয়েছেন নাচের তালিম। কিশোরবেলায় দেশাত্মবোধক ও লোকগীতির জন্য গোল্ড মেডেলও পেয়েছেন।-কালেরকন্ঠ
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে