রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ০৩:৫২:১৯

“চাঁদনী” ছবি সিনেমা হলে গিয়ে ফ্লোরে বসে দেখেছি: ফেরদৌস

“চাঁদনী” ছবি সিনেমা হলে গিয়ে ফ্লোরে বসে দেখেছি: ফেরদৌস

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের এককালের জনপ্রিয় নায়ক-নায়িকা শাবনাজ-নাঈমের অভিনীত ছবি নাকি ফ্লোরে বসে দেখেছেন বাংলাদেশ ও ভারতের কলকাতার জনপ্রিয় নায়ক ফেরদৌস।

হ্যা, গতকাল শনিবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত চাঁদনী সন্ধ্যায় নায়ক ফেরদৌস এসব কথা জানান। তিনি আরও জানান, ফেরদৌস যখন শাবনাজ-নাঈমের ভক্ত তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছিলেন শিক্ষার্থী।

ফেরদৌস বলেন, ‘আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। সে সময়ই “চাঁদনী” ছবিটি মুক্তি পায়। বন্ধুরা মিলে বলাকা সিনেমা হলে দল বেঁধে ছবিটি দেখতে যাই। ছবিটি নিয়ে দর্শকের এত বেশি আগ্রহ ছিল যে থার্ড ক্লাসের টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে গিয়ে দেখি সেই সিটও নাই। বাধ্য হয়ে ফ্লোরে বসে ছবিটি দেখেছি।
২০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৫ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে