বিনোদন ডেস্ক: এবার আইটেম গানে অংশ নিলেন মিমো। গানটির শিরোনাম 'টিকাটুলির মোড়ে'। মিমোর এই আইটেম গানটি নির্মিত হচ্ছে আলোচিত 'ঢাকা অ্যাটাক' ছবির জন্য। গতকাল সোমবার থেকে এফডিসিতে জমকালো এক সেট নির্মাণ করে গানটির চিত্রায়ণ শুরু হয়। চলবে আজও।
এর আগে মিমো আরো একটি ছবির আইটেম গানে নেচেছিলেন। সেটি 'সোনা বন্ধু' ছবিতে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা রয়েছে। এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর মিমো অভিনীত 'মুখোশ মানুষ' নামের একটি ছবি মুক্তি পাবে। সে ছবির ট্রেলারে তার উপস্থিতি দেখে দর্শকরা নড়েচড়ে বসেছেন।
ঢাকা অ্যাটাক পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ, মাহি, এ বি এম সুমন, নওশাবা, শিপন প্রমুখ। বর্তমানে ছবিটি মুক্তির কাজ একেবারেই শেষের দিকে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবিটি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। আগামী মার্চে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।-কালের কণ্ঠ
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস