বিনোদন ডেস্ক: প্রত্যেক মানুষের জীবনেই এমন ঘটনা অনেক সময়ই ঘটেছে যখন তাঁদের পরম বন্ধুও বিভিন্ন কারণে শত্রুতে পরিণত হয়েছে। সেরকমই একসময় সালমান খানের খুবই ঘনিষ্ঠ ছিলেন অর্জুন কাপূর। কিন্তু আজ তিনি অর্জুনকে একেবারেই পছন্দ করেন না। এবং সেই সম্পর্কের শীতলতা অদূর ভবিষ্যতে মুছবে এমন কথাও বলা যাচ্ছে না। কিন্তু এর আসল কারণ, দুবছর আগের ঘটে যাওয়া এক ঘটনা।
দুবছর আগে বিতর্কিত এআইবি রোস্ট-এ সালমানের বোন অর্পিতা খানকে নিয়ে মজা করেছিলেন অর্জুন। সেই রাগ এখনও পুষে রেখে দিয়েছেন সালমান। জানা গিয়েছে, সানিয়া মির্জার বোনের সঙ্গীত অনুষ্ঠানে অর্জুন-সালমান দুজনেই উপস্থিত ছিলেন। কিন্তু সালমান অর্জুনের সঙ্গে এমন আচরণ করেন, যেন দেখে মনে হয়েছিল, অর্জুন সেখানে উপস্থিতই নেই। অর্জুনও ভাইজানের সঙ্গে দূরত্বই বজায় রেখে চলার চেষ্টা করেছিলেন বলা জানা গিয়েছে।-এবিপি আনন্দ
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস