মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০৬:০২:০৬

হবু সন্তানের জন্য কী উপহার কিনলেন সাইফ আলি খান?

হবু সন্তানের জন্য কী উপহার কিনলেন সাইফ আলি খান?

বিনোদন ডেস্ক: আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরেই প্রথম সন্তানের জন্ম দেবেন বলিউড ডিভা কারিনা কাপুর খান। প্রথমবার মা হওয়া নিয়ে মারাত্মক উত্‌সাহিত হয়ে রয়েছেন তিনি। তবে মা হচ্ছেন বলে কিন্তু তিনি মোটেই কাজ থামিয়ে দেননি। একের পর এক চোখ ধাঁধানো ফোটোশ্যুট করে ভক্তদের চমকে দিচ্ছেন। বলা হচ্ছে, তিনি নাকি আগের থেকেও এখন বেশি সুন্দরী হয়ে উঠেছেন। আসন্ন সন্তানের খুশিতে হবু মা কারিনা যখন ফোটোশ্যুটে ব্যস্ত, তখন হবু বাবা সাইফ সন্তানের জন্য কী করছেন জানেন?

এর আগে ২ সন্তানের বাবা হয়ে গিয়েছেন সাইফ। কিন্তু কারিনার এটা প্রথম সন্তান। তাই তৃতীয় সন্তানের জন্যেও ততটাই উত্‌সাহিত সাইফ। সূত্র থেকে জানা গিয়েছে, সাইফ এখন তাঁর হবু সন্তানের জন্য ঘর সাজাতে ব্যস্ত। হবু সন্তানের জন্য এখন থেকেই ফ্যাশনদুরস্থ পোশাক কিনে রাখছেন তিনি।-জিনিউজ
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে