বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ০১:৪৫:৩১

এবার বিগ বসে বাসন্তী হলেন সানি লিওন

এবার বিগ বসে বাসন্তী হলেন সানি লিওন

বিনোদন ডেস্ক: বিগ বসে বাসন্তী হলেন সানি লিওন। ২০১১ সালে প্রথমবার বিগ বসে এসেছিলেন সানি। আর এবার বিচারকের ভূমিকায় ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। তাঁর কাজ বিগ বস–এর ‘‌ভাইরাল ভিডিও ভিভার’‌ বিচার করা। প্রত্যেক অংশগ্রহণকারীকে বিগ বসের পক্ষ থেকে তিন মিনিটের জন্য ভেতরে কী হচ্ছে তা অভিনয় করে দেখাতে বলা হয়।

সে পর্ব চুকে যাওয়ার পর হাউসে ঢোকেন সানি। এরপরই সকলকে সঙ্গে নিয়ে ‘‌শোলে’‌র একটি দৃশ্যে অভিনয় করে দেখান। অবশ্যই তিনি হয়েছিলেন বাসন্তী। শরীরে লেপ্টে থাকা কালো পোশাক পরে এদিন তিনি হাজির হয়েছিলেন বিগ বসের ঘরে। এরপর একে একে মানবীর গুরজরকে ‘‌জয়’‌, মানু পাঞ্জাবিকে ‘‌বীরু’‌, স্বামী ওমকে ‘‌গব্বর’‌, গৌরভ চোপরাকে ‘‌ঠাকুর’‌ চরিত্রের জন্য বেছে নেন।

এবার সেই বিখ্যাত দৃশ্য যেখানে বীরুকে বেঁধে রাখা হয়েছে। আর বাসন্তীকে নাচতে বলবেন গব্বর।  ‘‌ম্যায় নাচুঙ্গি’‌ গানে হেমা মালিনীর সেই বিখ্যাত নাচ নাচলেন সানি। হাউস থেকে বেরনোর আগে বিগ বসে অংশগ্রহণকারীদের উদ্দেশে সানির ভাষণ, ‘‌এখানে থাকা কত কষ্টের তা আমি জানি। তবে সময় পেলেই হাসি, আনন্দে মেতে থাকুন। মনে রাখবেন প্রতিদিন আপনাদের আড়াই থেকে তিন কোটি মানুষ দেখছেন।’-আজকাল‌

২৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে