বিনোদন ডেস্ক : রণবীর সিংহ বলেছিলেন, শাহিদ কপূরের সঙ্গে তাঁর কোনওদিনই ঝামেলা হয়নি। শাহিদ কিন্তু অন্য ইঙ্গিত দিলেন। জানালেন, সমস্যা ছিল। কিন্তু এখন মিটে গিয়েছে।
সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’তে কাজ করা নিয়েই ঝামেলা শুরু দু’জনের। রণবীরের প্রথমে ধারণা ছিল, ছবিটা হবে অ্যান্টি-হিরো ফিল্ম— অর্থাৎ তাঁর চরিত্রকে ঘিরে। শাহিদের চরিত্রটার কথা জানতে পারেন পরে। কিন্তু তাঁর সমস্যা হয়নি কোনও।
শাহিদের আবার বক্তব্য, ‘‘হ্যাঁ, কিছু সমস্যা ছিল বটে। কিন্তু এখন সব মিটে গিয়েছে। দারুণ একটা টিম ছবিটা বানাচ্ছে। সক্কলে খুব এক্সাইটেড। কারও সঙ্গে কারও ব্যক্তিগত সমস্যা নেই।’’ এখন না হয় নেই। কিন্তু এককালে যে ছিল, সেটা তো নিজেই স্বীকার করে নিলেন শাহিদ! -এবেলা।
২৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম