বিনোদন ডেস্ক: এবার অন্তর্জালে মুক্তি পেলো নিরব ও তানহা অভিনীত চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’। রফিক শিকদার পরিচালিত এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলতি বছরের প্রথম দিকে।
এ ছবির নির্মাণশৈলী বেশ প্রশংসিত হয় দর্শক মহলে। এ ছবিটি প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। একটি নিটোল প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন তরুণ-তরুণীর প্রেম, একে অপরকে না পেয়ে তাদের হাহাকার নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। ছবির গান লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও মাহমুদ মানজুর। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন আরফিন রুমি, ইমরান, বেলাল খান, সিঁথি সাহা, লিজা, লোপা।
নির্মাতা রফিক শিকদার বলেন, ছবিটি যারা দেখেছেন প্রশংসা করেছেন। এবার সম্প্রতি বঙ্গবিডির চ্যানেল থেকে ইউটিউবে প্রকাশ পেলো ছবিটি। আমার বিশ্বাস ইউটিউব দর্শকরা ছবিটি উপভোগ করবেন।
২৩ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস