বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ০৫:২৬:৪১

রণবীর কাপূরকে খোঁচা দিলেন সালমান!

রণবীর কাপূরকে খোঁচা দিলেন সালমান!

বিনোদন ডেস্ক: সালমান আর রণবীর কাপূরের মধ্যে কি ‘ঠাণ্ডা লড়াই’ সত্যিই চলছে! বি-টাউনে এমন একটা গুঞ্জন দীর্ঘদিন ধরেই ঘুরছে। এর কারণ হিসেবে বি-টাউনের একটা বড় অংশের মত, ক্যাটরিনা কাইফকে নিয়েই এই দু’জনের দূরত্ব তৈরি হয়েছে। ২০০৯-এ ‘আজব প্রেম কি গজব কাহানি’র একটি ছোট দৃশ্যে শেষ বার সালমান আর রণবীরকে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। ছবিটিতে ছিলেন ক্যাটরিনাও। এর পর জল অন্য দিকে গড়িয়েছে। আপাতত বলিউডের খবর, রণবীর-ক্যাটরিনার ব্রেক আপ হয়ে গিয়েছে। এই ব্রেক আপের খবরের মধ্যেই বেশ কয়েক বার সলমনের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গিয়েছে। এর ফলে অনেকেই ভাবতে শুরু করেন, ক্যাটরিনা হয়তো ফিরছেন সলমনের কাছেই। কিন্তু এই ধারণা এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

তবে ক্যাটরিনা-সালমানের দূরত্ব কমার ‘খবর’ যদি সত্যি না-ও হয়, সালমান আর রণবীর কাপূরের দূরত্ব কমার কিন্তু কোনও ইঙ্গিত বা গুঞ্জনও শোনা যায়নি বি-টাউনে। তবে দু’জনের ‘ঠাণ্ডা লড়াই’-এর জল্পনা বাড়িয়ে সম্প্রতি ‘বিগ বস’-এ রণবীরকে তাঁর ফ্লপ ছবি নিয়ে খোঁচা দিলেন সলমন।

খুব সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘বিগ বস’-এ এসেছিলেন আলিয়া ভট্ট। সেখানেই আলিয়াকে সলমন বলেন, “রণবীর (সিংহ)কে এ বার তুমি গায়েব করে দাও, রণবীর (কাপূর) তো এমনিতেই গায়েব হয়েই গেছে।” নাম নিয়ে জাগলিং করলেও ইদানীং কালে রণবীর কাপূরের পর পর ফ্লপ ছবি নিয়েই যে সালমানের এই খোঁচা সে বিষয়ে নিশ্চিত বি-টাউনের একটা বড় অংশ। এ দিকে নিজের পরবর্তী ছবি ‘ড্রাগন’-এ একসঙ্গে কাজ শুরু করছেন আলিয়া-রণবীর কপূর। তাই নিজের পরবর্তী ছবির সহ-অভিনেতাকে নিয়ে এই ঠাট্টায় একটু অস্বস্তিতে পড়ে যান আলিয়া। তবে তাঁকে নিয়ে সালমানের এই ‘তামাশা’র এখনও কোনও জবাব দেননি রণবীর কাপূর।-আনন্দবাজার
২৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে