বিনোদন ডেস্ক: হ্যা, বলিউড এই সুপারস্টার নায়িকা বলেছেন, তার শক্তি চোখের ভ্রু-তে। সদ্য ইনস্টাইল অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াংকা এমনটি বলেছেন।
প্রিয়াংকা বলেন, আমি মনে করি আমার চোখের ভ্রু আমার বড় শক্তি। কারণ এমন সুগঠিত এবং সুশ্রী ভ্রু থাকার ফলেই আমি মানুষের সামনে একটি ব্যক্তিত্বসম্পন্ন দৃষ্টি রাখতে পারি। বাচনভঙ্গিতেও যথেষ্ট পরিমাণ ব্যক্তিত্বের প্রভাব ফেলতে পারি এমন এক জোড়া ভ্রু থাকার জন্যই। তাই আমার কাছে আমার চোখের ভ্রু আমার বড় শক্তি।
বিভিন্ন সময় প্রিয়াংকার চোখের ভ্রু নিয়ে নিন্দুকেরা নানান কথাই বলতেন। আর তার জবাবেই নিজের সবচেয়ে বড় শক্তির জায়গা তার ভ্রু সেটাই সবাইকে জানিয়ে দিলেন।
২৩ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস