বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ০৩:৪৫:০৪

পূর্ণিমার শুরু ক্লাস নাইনে থাকতেই

পূর্ণিমার শুরু ক্লাস নাইনে থাকতেই

বিনোদন ডেস্ক: অভিনেতা এবং অভিনেত্রীদের জীবনেও আঠারো বছর আসে। কবির ভাষায় ‘আঠারো আমার শক্তি, আঠারো আমার প্রেরণা’র মতো করেই তারকাদের জীবনেও আছে ওই বয়সের অর্জন ও অনুভূতি। তেমনটি বলেছেন ঢাকাই সিনেমায় এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা পূর্ণিমা।

আঠারোতে তারকাখ্যাতি পেয়েছিলেন এমনটি জানিয়ে পূর্ণিমা বলেন, আমি ক্লাস নাইনে থাকতে অভিনয় শুরু করি। প্রথম ছবি জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার। সেই ছবির প্রথম দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রথম শটটি একবারে ‘ওকে’ হয়েছিল।

তারপর তো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। ১৮ বছর বয়সে আমার অর্জন হলো, আমি তখন কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ পরিচিত মুখ। যেখানে যাই লোকজন পছন্দ করেন, কথা বলেন। অটোগ্রাফও দিতে হয়েছে। আসলে ওই বয়সে তারকাখ্যাতি পাওয়াই আমার অর্জন।
২৪ নভেম্বর,২০১৬/এমটি ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে