বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ০৪:১৯:২১

টিনএজ বয়সের কিছু কষ্টের কথা জানালেন জয়া আহসান

টিনএজ বয়সের কিছু কষ্টের কথা জানালেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: তারকাদের জীবনেও আঠারো বছর আসে। কবির ভাষায় ‘আঠারো আমার শক্তি, আঠারো আমার প্রেরণা’র মতো করেই তারকাদের জীবনেও আছে ওই বয়সের অর্জন ও অনুভূতি। তেমনি, আঠারো বছরের নিজের কিছু কষ্টের কথা বলছেন অভিনেত্রী জয়া আহসান।

এখনকার তরুণ-তরুণীদের মতো বয়স অনুযায়ী আলাদা করে বলা কঠিন। কারণ ওই হিসাবটা ঠিকমতো করতাম না। তবে ঠিক ১৮ না, টিনএজ বয়সের আমার কিছু কষ্ট আছে, কারণ ওই সময় আমার এক-দুই বছরের ছোট ভাইবোনেরা আমাকে ‘আপা’ ডাকত না।

কেউ সেভাবে বড় বোন ভাবত না। এ কারণে আমার বাবাকে দিয়ে রীতিমতো ওদের বকা খাওয়াতাম। শুধু বকা না, আমাকে যাতে বড় দেখা যায় এ কারণে আমি চুরি করে মায়ের হিল পরতাম।

এতে একটু উঁচু দেখাত বটে, কিন্তু কাজিনরা তুই তোকারিই করত। আরও একটু বয়সী যাতে দেখায় এ কারণে কোনো কারণ ছাড়াই চশমা নিয়ে নিলাম। কিন্তু সমস্যা থেকেই গেল। ওই বয়স নিয়ে এটাই আমার স্মৃতি।
২৪ নভেম্বর,২০১৬/এমটি ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে