বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬, ০৫:৩৫:১১

বাপ্পির মামলার পরও মুক্তি পাচ্ছে 'আমি তোমার হতে চাই'

বাপ্পির মামলার পরও মুক্তি পাচ্ছে 'আমি তোমার হতে চাই'

বিনোদন ডেস্ক: 'আমি তোমার হতে চাই' ছবি নিয়ে চিত্রনায়ক বাপ্পি সাহার দায়ের করা মামলায় চতুর্থ আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন ঢাকার সিনিয়র সহকারী জজ।
 
বিবাদী পক্ষের এক আবেদনের প্রেক্ষিতে জেলা জজ ২৩ নভেম্বর এই আদেশ দেন। এতে ছবিটির প্রচার-প্রচারণা, মুক্তি কিংবা বিক্রিতে আপাতত আর কোনো বাধা রইল না।
 
এ বিষয়ে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, 'আমরা সুস্থ, সুন্দর, নান্দনিক এবং একটি মৌলিক গল্পের ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করছি। এ ছবিকে আটকে দেয়ার জন্য একটি মহল কাজ করছে। ইন্ডাস্ট্রির দুঃসময়ে এ ধরনের ছবি মুক্তি দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি।

তাই আদালতের কাছে আমাদের যুক্তি তুলে ধরেছি। আদালত আমাদের যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি স্থগিত করে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার অনুমতি দিয়েছেন। আশা করছি শিগগিরই ছবিটি মুক্তি দিতে পারব।'
 
প্রসঙ্গত, ছবিতে নিজের কণ্ঠের ডাবিং ব্যবহার করা হয়নি- অভিযোগ তুলে 'আমি তোমার হতে চাই' ছবির নায়ক বাপ্পি সাহা গত ১৫ নভেম্বর ঢাকার সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালতে ছবির পরিচালক অনন্য মামুন, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস ও বিএফডিসি'র বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ছবিটির প্রচার-প্রচারণা ও মুক্তির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।
২৪ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে