শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০১:০৩:০৫

চমক হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে এলাহীকাণ্ড!

চমক হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে এলাহীকাণ্ড!

বিনোদন ডেস্ক : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে সারিতে আছেন আরিফিন শুভ, শতাব্দী ওয়াদুদ ও এবিএম সুমন। তারা সবাই একে একে প্রধানমন্ত্রী লায়লা হাসান (সিনেমার চরিত্র)-এর কাছ থেকে পদক গ্রহণ করছেন। বিশেষ একটি মিশনে সফল হওয়ায় তাদেরকে সম্মানিত করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের প্রথম থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’-এ পুলিশ বাহিনীর নানা কর্মযজ্ঞ নিয়ে যে এলাহীকাণ্ড হবে, তা প্রথম থেকেই ইঙ্গিত ছিল। চমক হিসেবে আগেই এসেছিল অভিনেতা আফজাল হোসেনের নাম। পুলিশ কমিশনারের ভূমিকায় রয়েছেন এ অভিনেতা। আরো চমক পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা- আইজিপির চরিত্রে অভিনেতা আলমগীর। ‘ঢাকা অ্যাটাকে’র মধ্য দিয়ে বহুদিন পর চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালেন একসময়ের জনপ্রিয় অভিনেতা আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে সিনেমাটির এমনই একটি দৃশ্যের শুটিং হয়। এতে অংশ নেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, আরিফিন শুভ, এবিএম সুমন, মাহিয়া মাহি, শতাব্দী ওয়াদুদ, ও নওশাবা।

পুলিশ লাইন্সে ছবিটির শেষ দৃশ্যের চিত্রায়ণ হয়েছে এদিন। বৃহস্পতিবারের দৃশ্যে ছিল, বাহিনীর সাফল্যের জন্য পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি উপভোগ করছেন মাহি ও নওশাবা। আর এই পুরো কর্মযজ্ঞটা ঘটলো দীপংকর দীপন পরিচালনায়।

ছবিটির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘আজ আমাদের ছবির কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব শিল্পীরাই উপস্থিত আছেন। খুব গুরত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং হচ্ছে আজ। ছবির গল্পে পুলিশের একটি টিম বিশেষ মিশন সফলভাবে শেষ করাতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের পদক দিয়ে সম্মানিত করছেন। তবে মিশনটি কী? সে উত্তর মিলবে সিনেমার পর্দায়’।

ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এ ছবির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। মিউজিক লেবেল টাইগার মিডিয়া। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সানী সানোয়ার।

২৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে