বিনোদন ডেস্ক : কেভান কারিমি নামের এক ইরানি চলচ্চিত্রকারকে এক বছরের জেল ও ২২৩ বার চাবুক মারার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, দেশের রাজনীতি নিয়ে ব্যঙ্গ করে সিনেমা বানিয়েছেন তিনি। দেশের আদালতের এই শাস্তি মাথা পেতে নিয়ে কেভান বলেছেন, কারাগারের থাকা ওই সময়টায় তিনি পরবর্তী সিনেমার জন্য চিত্রনাট্য তৈরি করবেন।
'রাইটিং অন দ্য সিটি' ছবির জন্য এ শাস্তি ভোগ করতে হচ্ছে কেভানকে। ইউটিউবে ছবির ট্রেইলার প্রকাশ হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। প্রথমে ছয় বছরের জেল দেয়া হলেও আপিলের ভিত্তিতে তার শাস্তির মেয়াদ কমানো হয়েছে।
এত প্রতিকূলতার মাঝেও ইরানেই থাকতে চান জানিয়ে কেভান আরও বলেছেন, আমি আমার স্বপ্নের ওপর ভিত্তি করে ইরানকে পূনঃনির্মাণ করতে চাই। এটাকে সবার মনে হতে পারে অদ্ভূত। কিন্তু আমি ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানের কথা ভেবে এটা করতে চাই। -হিন্দুস্থান টাইমস।
২৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম