বিনোদন ডেস্ক: কিছুদিন আগে রাজধানী থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলেন সময়ের আলোচিত ও পরিচিত নায়িকা পরীমনি ও জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী। ঢাকাই চলচ্চিত্রের এই দুই তারকা সেখানে গিয়ে নতুন জুটি গড়েছেন। ‘আপন মানুষ’ নামক একটি ছবিতে কাজ করছেন তারা।
ইতোমধ্যে কক্সবাজারের সমুদ্র সৈকতে সিনেমাটির গানের শুটিং হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন শাহ আলম মন্ডল। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং চলছে। আরও তিন চারদিন চলবে শুটিং। ছবিটি নিয়ে পরিচালক আশাবাদী। গত ঈদে মুক্তি দেয়ার কথা থাকলেও বেশকিছু কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে শুধু গানের শুটিং বাকি ছিল, আর শেষ করতেই কক্সবাজার শ্যুট। আসছে ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি দেয়া হচ্ছে বলেও জানা গেছে।
কক্সবাজারের শ্যুটিংরে বিষয়টি অভিনেত্রী পরীমনি নিজেই নিশ্চিত করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেইসঙ্গে তিনি পিঙ্ক রঙের শাড়ি পরিহিত বিভিন্ন ভঙ্গিমায় কয়েকটি ছবি শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশ্যে। মজা করে শিরোনামও দিয়েছেন ‘পিঙ্কু পরী’।
কক্সবাজারে ‘আপন মানুষ’র শ্যুটিংয়ের বিষয়টিও নিশ্চিত করেছেন নায়ক বাপ্পী চৌধুরী।
২৬ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস