শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ০৮:৫৪:২৮

মমতাজের লোকাল বাসের যাত্রী ৪০ লাখ ২২ হাজার

মমতাজের লোকাল বাসের যাত্রী ৪০ লাখ ২২ হাজার

বিনোদন ডেস্ক: ‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস’- মমতাজের কণ্ঠে এই গান এখন শ্রোতাদের মুখে মুখে। ইতিমধ্যে মমতাজের এই 'লোকাল বাস'-এর যাত্রী সংখ্যা ৪০ লাখ ২২ হাজারেরও বেশি।

গত ২ সেপ্টেম্বর রাত ৯টার পর গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ভিডিওটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে  ৪০ লাখ ২২ হাজারেরও বেশি। গানচিল কর্তৃপক্ষ আশা করছেন, এ সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মিউজিক ভিডিও'র গানটি লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী। এই গানে মমতাজের সাথে আরও কণ্ঠ দিয়েছেন প্রীতম ও সাফায়াত। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান ও লুৎফর হাসান।
২৬ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে