শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ০৯:৩৩:৪৮

আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, বাবা-মা দরজা ভেঙে বাঁচিয়েছে : সালমা

আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, বাবা-মা দরজা ভেঙে বাঁচিয়েছে : সালমা

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সাংসদ শিবলী সাদিকের মধ্যে ডিভোর্স হয়ে গেছে।

গত ২০ নভেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাকের কার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

মূলত দুই পরিবারের বিরোধের জের ধরেই ডির্ভোসের সিদ্ধান্ত নেন সালমা-শিবলী।

ডির্ভোস নিয়ে সালমার অভিযোগ, স্বামী শিবলী তাকে নির্যাতন করতো। চলাফেরার বাধা হয়ে দাঁড়াতো। আর এ নাকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি। তবে সে যাত্রায় রক্ষা পান বাবা-মা ও ছোট ভাইয়ের কারণে। তারা দারজা ভেঙে সালমাকে উদ্ধার করে।

এদিকে স্বামী  স্বামী দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের এমপি শিবলী সাদিকের পাল্টা অভিযোগ, সালমার উচ্ছৃঙ্খল জীবনযাপনই বিবাহ বিচ্ছেদের মূল কারণ।

তিনি দাবি করেন, সালমার অস্বাভাবিক চলাফেরার কারণেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে।
২৬ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে