শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ১১:৪৩:২৭

নিজেদের ওপরে আস্থা রাখুক মেয়েরা:‌ আলিয়া ভাট

নিজেদের ওপরে আস্থা রাখুক মেয়েরা:‌ আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মানেই হাস্যরস। তাকে নিয়ে একাধিক মিম-‌চুটকি চালু রয়েছে টুইটার এবং ফেসবুকে। কিন্তু তার অন্য একটি দিকও রয়েছে। কয়েকদিন আগে আলিয়া একটি ভিডিও শ্যুট করেছেন। নাম ‘‌‌আই হার্ট মি ফর কালচার মেশিন’।

ভিডিওটিতে তিনি মেয়েদের নিজের ওপর বিশ্বাস রাখার জন্য আবেদন করেছেন। সেটিতে আলিয়ার সঙ্গে আরও দু’‌জন বন্ধুকে দেখা যাচ্ছে। তাদেরকে আলিয়া বোঝানোর চেষ্টা করছেন অন্যান্য মেয়েদের মতো তাকেও সোসাল মিডিয়ায় নেতিবাচক কথা শুনতে হয়।

ভিডিও আলিয়া বলেছেন,‘মেয়েদের নিজের ওপর বিশ্বাস রাখা প্রয়োজন। অন্যেরা কে কী ভাবল সেই নিয়ে চিন্তা করা উচিত নয়। আপনি যাই করুন না কেন লোকে আপনার নামে ‌নেতিবাচক কথা বলবে।’ এর আগেও আলিয়া এরক‌মই আরেকটি ভিডিও শ্যুট করেছিলেন।

এদিকে, গত শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাট এবং শাহরুখ খান অভিনীত ‘‌ডিয়ার জিন্দেগি’‌। দু’‌জনেই একে অপরের অভিনয়ে মুগ্ধ। এর আগে মেহবুব স্টুডিওতে ছবির প্রোমোশনের জন্য এসেছিলেন তারা। সেসময় ‘‌পদ্মাবতী’-‌র শ্যুটিং চলছিল‌ সেখানে। উপস্থিত ছিলেন সঞ্জয় লীলা বনশালী এবং দীপিকা পাডুকোনের। আলিয়া-‌শাহরুখ দেখা করেন তাদের সঙ্গে।‌ আজকাল

২৬ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে