বিনোদন ডেস্ক : ভারতীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লেকটাউন শাখায় অ্যাকাউন্ট ছিল নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের। কিন্তু তার সেই অ্যাকাউন্ট থেকে দু’দফায় প্রায় সাড়ে ৬৭ হাজার টাকা গায়েবের অভিযোগ উঠেছে। টাকা খোওয়া যাওয়ার ঘটনায় শনিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি জেনারেল ডায়েরি করেছেন দেবেশ।
তিনি জানন, শুক্রবার রাত ১২টা নাগাদ মোবাইল ফোনে তিনি পরপর দু’টি টেক্সট মেসেজ পান। প্রথম মেসেজে লেখা ছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ওই অ্যাকাউন্ট থেকে ৩২ হাজার ৯৭৫ টাকা তোলা হয়েছে। তার পর পরই আরেকটি মেসেজ যায় দেবেশের মোবাইল ফোনে। উল্লেখ করা ছিল, ওই অ্যাকাউন্ট থেকেই আরও ৩৪ হাজার ৪৭৩ টাকা তোলা হয়েছে। অথচ তিনি ওই অ্যাকাউন্ট থেকে টাকা খরচই করেননি।
ক্ষোভের সঙ্গেই দেবেশ বলেন, ‘‘আমাকে থানার আধিকারিকেরা জানিয়েছেন, সোমবার তাঁরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পুলিশ অফিসারেরা মনে হয় বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন না। আমি কয়েকদিন কলকাতায় থাকব না। সোমবার ছেলেকে ব্যাঙ্কে যেতে বলেছি এই ব্যাপারে কথা বলতে।’’
পুলিশ সূত্রের খবর, টাকা তোলার মেসেজ এলেও তা কোথায় গিয়েছে, কীভাবে টাকা তোলা হয়েছে, তার কোনও উল্লেখ নেই। ফলে সোমবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে দেবেশের অ্যাকাউন্টের ‘স্টেটমেন্ট’ চাওয়া হবে। সেই নথি দেখার পরে বোঝা যাবে টাকা কীভাবে তোলা হয়েছে। এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘ব্যাঙ্ক তথ্য দেওয়ার পরেই কিছু করা সম্ভব।’’ -এবেলা।
২৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম