রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ১০:২৩:৩৯

ক্ষমা চাইলেন রণবীর

ক্ষমা চাইলেন রণবীর

বিনোদন ডেস্ক: বেসরকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য ক্ষমা চেয়েছেন ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা রণবীর সিং।

সম্প্রতি পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রণবীর সিং। এতে দেখা যায়, এক মহিলাকে ঘাড়ে করে অফিসের মধ্যে ঢুকে যাচ্ছেন রনবীর।

এই বিজ্ঞাপনটি বাজারে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের মধ্যে শুরু হয় সমালোচনা। তাদের দাবি, এতে নারীকে অসম্মান করা হয়েছে। ইতোমধ্যে আমেরিকাতে এই বিজ্ঞাপনচিত্রটি তুলে নিয়ে ক্ষমা চেয়েছে এই প্রতিষ্ঠান।

এদিকে রণবীর সিং তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেন, ‘বিজ্ঞাপনের জন্য আলাদা করে সবার চিন্তা করার স্বাধীনতা থাকা দরকার। কে কীভাবে নিজের সংস্থার বিজ্ঞাপন করবে, তা অবশ্যই স্বাধীনভাবে ঠিক করবে সেই প্রতিষ্ঠান। কিন্তু মাথায় রাখতে হবে, যাতে কোনোভাবেই শালীনতার সীমা লঙ্ঘন না করা হয়। আমি ব্যক্তিগতভাবে মহিলাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তাদের সন্মানহানী আমার কোনোভাবেই সহ্য হয় না। পুরো বিষয়টির জন্য আমি ক্ষমা চাচ্ছি।’
২৭ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে