রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০১:৪৩:৪৯

ভিন্ন কায়দায় দর্শকদের সামনে হাজির শাহরুখ

ভিন্ন কায়দায় দর্শকদের সামনে হাজির শাহরুখ

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার জিন্দেগী’ সাফল্যে ভাসচ্ছেন কিং খান শাহরুখ খান। এই সাফল্যর পরপরই শাহরুখের অগণিত দর্শকরা অপেক্ষা করছেন পরবর্তী ‘রইস’ নিয়ে। শুধু দর্শক নয়, ছবিটি শাহরুখের কাছেও খুব স্পেশাল।

আর সেকারণে ভক্তদের চমক দিতে স্পেশাল ছবি ‘রইস’ নিয়ে ভিন্ন কায়দা অবলম্বন করছেন এ অভিনেতা। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘রইস’ ছবির ট্রেলার।

ট্রেলারটি শুধু সামাজিক মাধ্যমে প্রকাশ হবে না, একইসঙ্গে দেশের ৩,৫০০টি স্ক্রিনে মুক্তি পাবে এ ছবির ট্রেইলর। শুধু তাই নয় ওই ৩,৫০০টি স্ক্রিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে ৯টি বড় শহর দিল্লি, ইনদৌর, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর, মুম্বাই, পাঞ্জাব, আহমেদাবাদ ছাড়াও একাধিক ছোট শহরের লক্ষ লক্ষ ভক্তদের কাছে পৌঁছে যাবেন শাহরুখ। তার সঙ্গে থাকবেন নওয়াজউদ্দীন সিদ্দিকী।

এরআগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছবির ট্রেলার লঞ্চ করতে দেখেননি দর্শকরা। তাই বিষয়টি নিয়ে শাহরুখ নিজেও খুবই উত্তেজিত।

অবশ্য ভিন্ন কায়দায় আদিত্য চোপড়ার ছবি ‘বেফিকার’র’ ট্রেলার লঞ্চ হয়েছিল প্যারিসে একটি লাইভ ইভেন্টের মাধ্যমে।

আগামী বছর ২৬ জানুয়ারি  মুক্তি পাওয়া ‘রইস’ ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রাহুল ঢোলাকিয়া। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান। -চ্যানেল আই।
২৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে