রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৬:৩৪:১৭

ট্যাক্সি চালককে এক উপহার দিয়েই বিশ্ব মিডিয়ায় হৈচৈ ফেলে দিলেন কেট!

ট্যাক্সি চালককে এক উপহার দিয়েই বিশ্ব মিডিয়ায় হৈচৈ ফেলে দিলেন কেট!

বিনোদন ডেস্ক: জীবনে অনেক উপহার পেয়েছেন হলিউড অভিনেত্রী কেট ব্ল্যানচেট । কিন্তু একজন অভিনেত্রী থেকে উপহার পাওয়াটা হয়তো কল্পনাতেও আনতে পারেন না একজন ট্যাক্সি চালক!

কেইট ব্ল্যানচেট এরকমই এক কাজ করে  বিশ্ব মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছেন । ট্যাক্সিচালকে নিজের সুগন্ধি উপহার দিয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

জানা গেছে, ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী তার সুগন্ধি উপহারের ঘটনা বর্ণনা করে আবেগপ্লুত হয়ে গিয়েছেন। তিনি বলেন, একবার একজন ক্যাবি (যুক্তরাষ্ট্রে ট্যাক্সিচালকদের এই নামেই ডাকা হয়) আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোন সুগন্ধি লাগিয়েছি। আমি বলেছিলাম ‘আরমানি প্রাইভ’।

সে বলল ঐদিন তার প্রেমিকার জন্মদিন। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম,  সে হয়ত এটা তার প্রেমিকাকে কিনে দিতে চেয়েছিল। কিন্তু সেটা কেনার সামর্থ্য যে তার নেই তা হয়ত আমরা দুজনই জানতাম। আমি এজন্যই তাকে ওই সুগন্ধিটা দিয়ে দিয়েছিলাম। যদিও ওই এক বোতলই আমার কাছে ছিল!
২৭ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে