রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৭:২৮:৫১

পরীমণির সম্পর্কে একি বললেন ওয়াকিল আহম্মেদ

পরীমণির সম্পর্কে একি বললেন ওয়াকিল আহম্মেদ

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে ‘প্রেমের অহংকার’, ‘অধিকার চাই’, ‘ভুলনা আমায়’, ‘ভালোবাসার দুশমন’, শিরোনামের জনপ্রিয় সব সিনেমা তৈরি করেছেন গুণী পরিচালক ওয়াকিল আহম্মেদ।

এবার তিনি বর্তমান সময়ের চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে নির্মাণ করেছেন ‘কত স্বপ্ন কত আশা’ নামক একটি ছবি। তবে ছবি নিমার্ণ করার আগেই পরীমণির সম্পর্কে পরিচালক ওয়াকিল আহম্মেদ বলেন,‘ এ পর্যন্ত অনেকের সঙ্গেই কাজ করেছি। পেয়েছি অনেক ভালো ও গুণী অভিনেত্রীদের দেখা।

যেসব বিখ্যাত অভিনেত্রীদের দেখেছি, তাদের ছায়া এবার দেখতে পাচ্ছি পরীমণির মাঝে। কেউ কেউ হয়তো বলবে অতিরিক্ত বলে ফেলেছি। কিন্তু আমি কারো সঙ্গেই তুলনা টানছি না। বিখ্যাত হতে গেলে অভিনয়ের যেসব গুণাবলী প্রয়োজন, তার সবই রয়েছে পরীমণির মাঝে। তাই আমার এ বলা।’

'কত স্বপ্ন কত আশা' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। গত বৃহস্পতিবার আনকাট ছাড়পত্র পায় এটি। এমনকি সেন্সর বোর্ডের সদস্যরা পরীমণির অভিনয় দেখে যথেষ্ট প্রশংসাও করেছেন। বাংলাদেশ প্রতিদিনকে ওয়াকিল আহম্মেদ বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। তারা বলেছেন, সাম্প্রতিক কালের একটা ভালো সিনেমা দেখেছি'।  
২৭ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে