রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ১০:৪৭:০১

বিয়ে করলে দীপিকাকেই করবো, বললেন রণবীর

বিয়ে করলে দীপিকাকেই করবো, বললেন রণবীর

বিনোদন ডেস্ক: ‘‌ক্যাটরিনা, আনুশকার ডাকসাইটে সুন্দরী বটে‌‌। তবে বিবাহযোগ্য শুধুমাত্র দীপিকা পাড়ুকোন।’‌ মন্তব্য মাস্তানির ‌বাজিরাও রণবীর সিংয়ের। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘‌কফি উইথ করণ’‌ অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

সেখানেই এমন মন্তব্য করেন। অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর তাঁকে দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা এবং ক্যাটরিনার মধ্য থেকে একজনকে বিয়ের জন্য বেছে নিতে বলেন। জবাব দিতে দেরি করেননি রণবীর। জানান বিয়ে করলে দীপিকাকেই করবেন।

তাঁর মধ্যে ভাল স্ত্রী হওয়ার সমস্ত গুণ-ই আছে! ক্যাটরিনার সঙ্গে একটু-আধটু প্রেম করলেও, প্রাক্তন প্রেমিকা আনুশকা শর্মার কথা উঠতেই সিঁটকেছেন তিনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে, আনুশকা নাকি তাঁর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করেন! -আজকাল
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে