বিনোদন ডেস্ক: প্রত্যেক মানুষই এমন একটা সময়ের মধ্যে গিয়ে যায় যখন সে নিজেকে একা মনে করে। এই পরিস্থিতি থেকে বাদ যায় না সেলেবরাও’।
দীপিকা পাডুকোনের পরে হতাশা নিয়ে মুখ খুললেন আরেক বলিউড সেলেব- রবিনা টন্ডন। বৃহস্পতিবার মনোবিদ অঞ্জলি ছাবরিয়ার বই “Death is not the answer”য়ের প্রকাশে সাংবাদিকদের এমনই জানিয়েছেন এই বলি সুন্দরী৷ তাঁর কথায় সেলেব হলেও সাধারণ মানুষের মতোই তাদেরও রাগ-দুঃখ-কষ্ট হয় এবং তারা তা প্রকাশ করে থাকেন৷
রবিনা জানিয়েছেন, প্রত্যেক সেলেবের জীবনেই খারাপ সময় আসে৷ এবার কে কেমন ভাবে তা কাটিয়ে উঠবে এটা তার নিজের উপরে নির্ভর করে৷ কেউ এই খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন আবার কেউ বাল ছেড়ে দেন৷
যেহেতু মনোবিদ অঞ্জলি ছাবরিয়ার নয়া এই বইটি আত্মহত্যার উপরে সেই বিষয়ে কথা বলতে গিয়ে সমাজে বেড়ে চলা আত্মহত্যার ঘটনার প্রতি শঙ্কা প্রকাশ করেছেন রবিনা টন্ডন।-কলকাতা২৪
২৭ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস