বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই জল্পনা ছিল। অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক নিয়ে। দু’জনের কেউ সরাসরি স্বীকার করেননি সম্পর্কের কথা। অবশেষে আলিয়া নিজেই দু’জনের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন।
শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও শাহরুখ খানের ‘ডিয়ার জিন্দেগি’। ছবিটির প্রমোশনে এসে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে ভালবাসার কথা স্বীকার করে নেন আলিয়া। সাক্ষাৎকারের মাঝেই তাঁর উদ্দেশে ভেসে আসে সেই বিশেষ প্রশ্নটা, ‘আলিয়া কি সিদ্ধার্থকে পছন্দ করেন?’ না কোনো ঢাক ঢাক গুরগুর নয়, আলিয়ার তুরন্ত উত্তর, ‘হ্যাঁ, আমি সিদ্ধার্থকে ভালবাসি।’
শুধু তাই নয়, ‘ডিয়ার জিন্দেগি’ দেখে শাহরুখ, আলিয়া এবং পরিচালক গৌরি শিন্ডের প্রশংসা করেন সিদ্ধার্থ। জবাবে আলিয়ার টুইট, ‘ধন্যবাদ সিড। লাভ ইউ’। পরপর এই ঘটনাগুলোতে আলিয়া-সিদ্ধার্থের অনুরাগীদের মধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটেছে।-আজকাল
২৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ