সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৩:৩১:০২

‘হাজী ডিপজল’ হবেন সেই ভিলেন ডিপজল

‘হাজী ডিপজল’ হবেন সেই ভিলেন ডিপজল

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। প্রথম ছবি 'টাকার পাহাড়'। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তার নায়িকা ছিলেন মিষ্টি। পরে হাবিলদার ছবিতেও নায়ক  
হিসেবে অভিনয় করেন।

এরপর কাটা রাইফেল ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। পরবর্তীতে ভিলেন চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরে ২০০৬ সালে আবারও চিত্রনায়কের ভূমিকায় ফেরেন তিনি।

ইতিবাচক-নেতিবাচক দুই চরিত্রে সফল এই অভিনেতা এবার পর্দায় আসছেন 'হাজী ডিপজল' হয়ে। জানা গেছে, 'হাজী ডিপজল' ছবির চিত্রনাট্য লিখছেন জনপ্রিয় অভিনেতা কাজী হায়াৎ।

‘হাজী  ডিপজল’ ছবিটি পরিচালনা করবেন নির্মাতা নজরুল ইসলাম খান। যদিও এই চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে তিনি এখনও চুত্তিপত্রে স্বাক্ষর করেননি।

এছাড়াও আরও কয়েটি সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে। যেগুলোতে দেখা যাবে ডিপজলকে। আগামী বছরের শুরুর দিকে এ সব সিনেমার শুটিং শুরু হবে বলেও জানা গেছে।
২৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে