বিনোদন ডেস্ক: মুম্বই: নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৬৭হাজার টাকা গায়েব হওয়ার ঘটনা তো অনেকে ইতিমধ্যেই জানেন৷ উল্লেখ্য, দু’টি মেসেজ তাঁর মোবাইলে আসে, যেখানে পরিষ্কার লেখা, কত টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর ওই অ্যাকাউন্ট থেকে৷ অথচ, নাট্যকারের বক্তব্য তিনি সেখান থেকে কোনও টাকাই খরচ করেননি৷
এই ঘটনার পরে পরেই, প্রায় কইরকম অভিজ্ঞতার মুখোমুখি এবার আলিয়া ভাটের মা, অভিনেত্রী সোনি রাজদান৷ তাঁর অজান্তেই তাঁর ক্রেডিট কার্ড থেকে হয়ে গেল ট্রান্সজাকসন৷ নিমেষের মধ্যে একের পর এক সেইসব ট্রান্সজাকশন হতে থাকে৷ আর সেই সংখ্যাটা এক বা দুইবার নয়৷ মোট ১৯বার৷
জানা গিয়েছে, তিনি তাঁর বড় মেয়ে শাহিন ভাটের সঙ্গে যখন পশ্চিম মুম্বইয়ে ছিলেন তখন একের পর এক মেসেজ আসতে থাকে তাঁর মোবাইলে৷ তিনি জানিয়েছেন, সিঙ্গাপুর এয়ারপোর্টে তিনি শেষবারের মতো তাঁর ক্রেডিট কার্ডটি ব্যবহার করেছিলেন ট্রান্সজাকশনের জন্য৷ তাঁরা ব্যাংকে জানালে, সেইমুহুর্তে তাঁর কার্ডটি ব্লক করা হয়৷
কে বা কারা রয়েছে এই ঘটনার পেছনে তা জানা না গেলেও, এই বিষয়ে তদন্তের জন্য পুলিশি সাহায্য নেবেন বলে জানিয়েছেন সোনি রাজদান৷ সমগ্র বিষয়টি নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন তিনি৷ -কলকাতা২৪
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে