মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০৯:৪৭:৩১

আবারও চলচ্চিত্রের পর্দায় আসছেন হ্যাপি

আবারও চলচ্চিত্রের পর্দায় আসছেন হ্যাপি

বিনোদন ডেস্ক : আবারও পর্দায় ফিরছেন বিতর্কিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। যদিও মিডিয়া ছেড়ে দিয়ে তিনি এখনও ধর্মকর্মে মন দিয়েছেন। কিছুদিন আগে তার বিয়ের খবরও প্রকাশিত হয়েছিল। সেটা অবশ্য তিনি অস্বীকার করেছেন।

এবার খবরের শিরোনাম হচ্ছেন নতুন ছবি নিয়ে। তার অভিনীত সর্বশেষ ছবি ‘আসল মানুষ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে সম্প্রতি। বদরুল আমিন পরিচালিত এ ছবির আগের নাম ছিল ‘রিয়েল ম্যান’। হ্যাপির বিপরীতে নায়ক হিসেবে আছেন নবাগত কঙ্কন।

নির্মাতা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের প্রথমদিকে ‘আসল মানুষ’ মুক্তি পাবে। এ ছবিতে হ্যাপিকে দেখা যাবে বাবা-মা হারানো এক তরুণীর চরিত্রে। মেয়েটি ছোটবেলা থেকে মামার আদর-স্নেহে বড় হয়। এক সময় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম হয়। এরপর ঘটে নানা ঘটনা।

হ্যাপি ও কঙ্কন ছাড়া আরও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, রেহানা জলি, অমিত হাসান, সাংকু পাঞ্জা, তনু পান্ডে, সোনিয়া সাবা, ইলিয়াস কুবরা, জয় ও রানু। সিনেমাটিতে গান রয়েছে পাঁচটি। সুদীপ কুমার দীপ ও শামীম মাহমুদের কথায় কণ্ঠ দিয়েছেন কথা, কিশোর, পুলক, ঝিলিক, মুন, সিথি ও আহমেদ হুমায়ূন। সব গানের সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

ছবিটির শুটিং শুরু হয় ২০১৪ সালে। মাঝে ক্রিকেটার রুবেলের সঙ্গে মামলার জটিলতায় শুটিং থেকে দূরে ছিলেন হ্যাপি। ২০১৫ সালে সিনেমার বাকি অংশ শেষ করেন। এরপর একটি মিউজিক ভিডিও ও ‘ধূমকেতু’র আইটেম গানে নাচার পর মিডিয়াকে বিদায় জানান তিনি। -যুগান্তর।
২৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে