মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ১০:৪৭:০১

নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্তির পথে ‘আমি তোমার হতে চাই’

নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্তির পথে ‘আমি তোমার হতে চাই’

বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম সেরা জুটি বাপ্পি-মিম অভিনীত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তি ও প্রচারণায় নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১৬ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে।

গত ১৪ নভেম্বর ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করা সত্বেও বাপ্পির কণ্ঠের ডাবিং অন্যজনকে দিয়ে করানোর অপরাধে ছবির পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর ঢাকার সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালত আগামী বছর ১২ জানুয়ারি পর্যন্ত ছবিটির কোনওরকম প্রচারণা-প্রকাশনা ও মুক্তি দেওয়ার বিপক্ষে রায় দেন। পরে বিবাদি পক্ষের পাল্টা রিটের কারণে এই রায়ের উপরও আসে পাল্টা নিষেধজ্ঞা। আর সেকারণে ডিসেম্বরে মুক্তি নিশ্চিত হয়।

ছবির পরিচালক অনন্য মামুনের বরাবর দাবি করেছেন, নায়কের উচ্চারণে জটিলতা থাকার কারণে অন্য কারো ডাবিং করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠান।

রোমান্টিক ঘরনায় নির্মিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে বাপ্পি দ্বিতীয়বারের জন্য জুটি বেধেছেন বিদ্যা সিনহা মিমের সঙ্গে। ছবিতে বাপ্পি -মিম ছাড়াও রয়েছে জন, দিপালী, ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। -চ্যানেল আই।
২৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে