মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০৪:৩০:৪৪

ওরা এক কথায় মানুষরূপী জানোয়ার : সালমা

ওরা এক কথায় মানুষরূপী জানোয়ার : সালমা

বিনোদন ডেস্ক : প্রায় তিন মাস আগে কণ্ঠশিল্পী সালমা সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্টেটাস দিয়েছিলেন। বুক হাহাকার করা সেই স্ট্যাটাসের অর্থ সে সময় উপলব্ধি না করা গেলেও শুধু বোঝা গিয়েছিল মা ও মেয়ের বিচ্ছেদের কথা। কিন্তু কোনোভাবেই মা ও মেয়ের বিচ্ছেদের অর্থ বোঝা সম্ভব হয় নি।

সেদিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে ওই স্ট্যাটাসে সালমা লিখেছেন,   মা' এমন একটা শব্দ যার তুলনা কোনো কিছুর সাথেই হয় না। যার মা নেই  শুধু সেই মানুষ বলতে পারবে কি অভাব তার জন্য। আর যে মা সন্তান হারা সেই মা জানে কি ব্যথা তাঁর বুকে। এই দুটি সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের থেকেও বড়। মা আর সন্তানের মধুর সম্পর্ক।

তিনি লিখেছেন,  যে মানুষের জন্য কোনো মা সন্তানহারা হয় আর যে মানুষের জন্য কোনো সন্তান মা হারা হয়, ওই মানুষগুলো আসলে পশু বললে ভুল হবে। ওরা একচুয়ালি মানুষরুপে  অমানুষ। আমরা ভাবি ওরা মানুষ। আসলে ওরা কোনোদিনই ছিল না। ওরা এক কথায় মানুষরূপী জানোয়ার। শেষ বাক্যে আবেগ প্রবণ হয়ে লিখেছেন, 'মা, মা ও মাগো আমায় ছেড়ে তুমি কোথাও চলে যেও না।'   

তারমানে তিন মাস আগে থেকেই শিবলীর সাথে দ্বন্দ্বের শুরু এবং সন্তান কার কাছে থাকবে সে নিয়ে ঝামেলা তৈরি হয়। সম্ভবত তাদের কন্যা স্নেহাকে শিবলী তখন নিজের নিকট নিয়ে রেখেছিলেন।  সালমাও সম্প্রতি তিন মাস পূর্ব থেকেই ঝামেলার বিষয়টি গণমাধ্যমের কাছে বলেছেন। যদিও শিবলী সালমার অযত্ন অবহেলার কথা উল্লেখ করে সন্তানকে নিজের কাছে রাখার বিষয়টি উল্লেখ করেছিলেন।  

গত ২০ নভেম্বর বিচ্ছেদ হয় ক্লোজআপ ওয়ান তারকা সালমা ও তার সাবেক স্বামী এমপি শিবলী সাদিকের।

২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে