মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০৪:৫৮:২৯

আমিরের বাড়ি থেকে লাখো টাকার গয়না চুরি

আমিরের বাড়ি থেকে লাখো টাকার গয়না চুরি

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার আমির খানের নিজ বাড়িতে এবার চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, আমিরের বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে তার স্ত্রী কিরণ রাও-এর ৮০ লাখ টাকা দামের গয়না।

মুম্বাই এর একটি ট্যাবলয়েডের প্রতিবেদন অনুযায়ী, কিরণের একটি দামি কানের দুল ও একটি ডায়মন্ড নেকলেস চুরি হয়েছে। চুরির বিষয়টি প্রথম চোখে পড়ে কিরণের এক আত্মীয়ের।
বেডরুমেরই নির্দিষ্ট একটি জায়গায় গয়নাগুলি রাখা থাকত।

আমিরের স্ত্রী আরও জানান যে, গয়না গুলো প্রতিদিন একই জায়গায় রাখা হতো। কিন্তু নির্দিষ্ট স্থানে গয়নাগুলি না পেয়ে প্রথমে অন্যান্য জায়গায় খোঁজ করা হয়।
তার পরেও খুঁজে না পেয়ে একটি এফআইআর দায়ের করা খার থানায়।

গয়নাগুলো  আমিরের বাড়িতে অন্য কোথাও আছে কিনা তা পুলিশ নিজ দায়িত্বে খুজে দেখেছেন, কিন্তু গয়নার সন্দান পাওয়া যায়নি।
২৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে