বিনোদন ডেস্ক: সেখানে সংগ্রাম আছে, রোমাঞ্চ আছে, আছে জীবনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। এমনই এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান। তার এমন চরিত্র আগে কেউই দেখেননি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এর আগে এমন চরিত্রে অভিনয় করেননি এই তারকা অভিনেত্রী। 'তোমহারি সুলু' নামের ওই চলচ্চিত্রে সুলু নাম ভূমিকায় দেখা মিলবে বিদ্যার। ফলে নতুন চরিত্রে দর্শকদের দেখাবেন বিদ্যা।
এ খবরের সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বিদ্যা বলেছেন, 'সুলুর গল্প অনেকটা লেবুর মতো...। খাদ্যের স্বাদ বাড়াতে কেউ লেবু ব্যবহার করেন আবার খাদ্যের স্বাদে ভারসাম্য, প্রাণবন্ত রাখতেও এটি ব্যবহার করা হয়।
সিনেমায় রেডিও জকির চরিত্র বিদ্যার নিজের 'দুষ্টু' প্রকৃতিটাকে আরও বেশি ফুটিয়ে তুলবে বলেই মনে করেন তিনি।
কাহিনীর বর্ণনায় প্রযোজনা প্রতিষ্ঠানের এক বিবৃতিতে 'তোমহারি সুলু' সিনোম নিয়ে বলা হয়, সুলুর চরিত্রটি আনন্দ-উল্লাস, সুখ সবকিছুতেই ভরপুর। বিদ্যার বাস্তব জীবনের সঙ্গে তার এ চরিত্রের মিল পাওয়া যাবে।
'তেমহারি সুলু'তে প্রধান চরিত্রে বিদ্যাকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক সুরেশ ত্রিবেণী। তিনি বলেছেন, 'কীভাবে কাহিনীকে প্রাণবন্ত করে তোলা যায় সে চেষ্টাই করেছি।'
২৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস