বিনোদন ডেস্ক: নোট বাতিলের ফলে দর্শকদের পকেটে এতটা নিশ্চয়ই টান পড়বে না, যে তাঁরা ‘দঙ্গল’ দেখতে যেতে পারবেন না। এমনটাই আশা করছেন আমির খান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাতন ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত বেশিরভাগ বলি অভিনেতার মত আমিরও ওয়েলকাম করেন। কিন্তু যেভাবে ‘ফোর্স ২’ ও ‘রক অন ২’ নোট বাতিলের কবলে পড়ে ফ্লপ করে গেছে, তাতে ‘দঙ্গল’-এর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা একেবারে দূরে রাখতে পারছেন না তিনি।
তাঁর কথায়, তাঁর আশা, নোট বাতিলে ‘দঙ্গল’-এর কিছু হবে না। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে পুরোপুরি স্বাভাবিক হতে। ‘রক অন ২’ ঠিক সময়ে মুক্তি পেয়েছিল, তাই তা ফ্লপ করেছে। ‘ডিয়ার জিন্দেগি’ তো ভালই চলছে।
এখনো পর্যন্ত ছবি প্রদর্শন এবং দর্শক সমাগম এর উপর কোন প্রভাব পরেনি বলে তিনি জানান। সব যেহেতু ঠিকমতো চলছে তাহলে আমাদের ছবির ক্ষেত্রে সমস্যা হবে কেন, এ কথা বলেন আমীর খান।
তবে সোমবার নোট বাতিলের প্রতিবাদে বিরোধীরা যে ভারত বন্ধ ডাকেন, সে সম্পর্কে অবশ্য মুখ খোলেননি তিনি।-এবিপি
২৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে