বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০২:৪৯:৩৭

এবার মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে নাচলেন অমিতাভ!‌

এবার মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে নাচলেন অমিতাভ!‌

বিনোদন ডেস্ক: ঋত্বিক রোশন, টাইগার শ্রফের পর এবার আহমেদ খানের মিউজিক ভিডিওতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। গান গেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা। অমিতাভের সঙ্গে নাচে পাও মিলিয়েছেন। সম্প্রতি ‘‌ফির সে’‌ নামেসেই ভিডিওর জন্য শুটিং শেষ করলেন অমিতাভ।

মঙ্গলবারই শুট করেন তাঁরা। আর্ট কলেজের ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন অমৃতা। সেই আর্ট কলেজের অধ্যক্ষের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। হৃত্বিক রোশন সোনম কাপুর, টাইগার শ্রফ কৃতি শ্যানন এর পর অমিতাভ অমৃতা জুটির অপেক্ষায় ভক্তরা। ‘‌ফির সে’ ‌ভিডিওটির প্র‌যোজনা করছেন ভূষণ কুমার। - আজকাল

০১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে