বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০৪:২২:০২

একসঙ্গে কাজ করতে পারেন রজনীকান্ত এবং সালমান

একসঙ্গে কাজ করতে পারেন রজনীকান্ত এবং সালমান

বিনোদন ডেস্ক: দু’জনেই ওজনদার তারকা। পারস্পরিক সম্পর্কটা বরাবরই শ্রদ্ধার। কিন্তু একসঙ্গে কাজ করাটা হয়ে ওঠেনি এতদিন। এবার সেটাও করে ফেলতে পারেন রজনীকান্ত এবং সালমান খান। সালমান চিরকালই রজনীকান্তের ভক্ত। বছর কয়েক আগেই বলেছিলেন, অভিনেতা হিসেবে রজনীর ধারে কাছেও মনে করেন না নিজেকে। কিন্তু তাঁর মতো ভাল মানুষ হতে পারলে ধন্য হয়ে যাবেন।

সম্প্রতি রজনীর ছবি ‘রোবট: ২.০’র ফার্স্ট লুক পোস্টার লঞ্চে বিনা আমন্ত্রণেই পৌঁছে গিয়েছিলেন সালমান। স্রেফ রজনীর প্রতি শ্রদ্ধাবশত। রজনীও তখন জানিয়েছিলেন, সলমন যেদিন রাজি হবেন সেদিনই তিনি সালমানের সঙ্গে ছবি করতে চান!

শোনা যাচ্ছে, দক্ষিণী প্রযোজক রকলাইন ভেঙ্কটেশের ছবিতে একসঙ্গে দেখা যাবে রজনী-সালমানকে। এর আগে রজনীর ছবি ‘লিঙ্গ’ প্রযোজনা করেছেন তিনি। সলমনের ‘বজরঙ্গি ভাইজান’এরও সহ-প্রযোজক ছিলেন। ছবির বিষয় সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি। - এবেলা

০১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে