বিনোদন ডেস্ক: দুই জনের ভক্তরা মেতেই উঠতে পারেন আনন্দে। এবার এক সঙ্গে দেখা যাবে সালমান খান এবং শাহরুখ খানকে। আইফা-র পুরস্কার বিতরণী মঞ্চে এবার একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। আইফার আসর বসবে ৪ ডিসেম্বর।
জানা গেছে, এই অনুষ্ঠানে নানা ধরনের মজাদার কাজকর্ম করবেন এই দুই সুপারহিট নায়ক। শাহরুখের উইট আর চার্মের পাশাপাশি সালমানের দুর্দান্ত কমিক টাইমিং মাতিয়ে রাখবে ফ্যানেদের।
শাহরুখ আর অনুশকা শর্মার নয়া ছবির ফার্স্ট লুক উন্মোচন করেছেন সালমান। তারপরেই প্রকাশ্যে এসেছে এই খবর।
১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর